Logo
শিরোনাম
রোবো ক্যাম্প ২০২৪: উদ্ভাবন শুরু হোক ছোট বয়সেই
ক্রাইম ভিশন

প্রকাশ: 07 Oct 2024 | 05:05pm | আপডেট: 14 Jan 2025 | 03:54pm

রোবো ক্যাম্প ২০২৪: উদ্ভাবন শুরু হোক ছোট বয়সেই

জুনিয়রদের উদ্ভাবনী প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে ক্রিয়েটিভ জুনিয়রস ও টিম এটলাসের যৌথ উদ্যোগে ক্রিয়েটিভ আইটির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘রোবো ক্যাম্প-২০২৪-সিজন-১। 

দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রথম থেকে ৮ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা। তাদের সঙ্গে ছিলেন অভিভাবকরাও। সারাদেশ থেকে ৬৭ জন জুনিয়র অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে ভিন্নধর্মী এই ওয়ার্কশপে।

এ আয়োজন শুরু হয় ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চেয়ারম্যান মনির হোসেনের অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে। অনুষ্ঠানে ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের সিইও জিয়া উদ্দিন মাহমুদও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তারা উভয়েই শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের মাধ্যমে নিজ প্রতিভা বিকাশ করে সৃজনশীলতা প্রকাশের জন্য উৎসাহিত করেন। দিনব্যাপী রোবো ক্যাম্পে সঙ্গে ছিলেন টিম এটলাসের প্রতিষ্ঠাতা এমডি সানি জুবায়েরসহ তার টিম। ইন্ডাস্ট্রির স্বনামধন্য এই ব্যক্তিত্বের সান্নিধ্যে টেক বিশ্বের অনেক কিছু শিখেছেন জুনিয়ররা।

আয়োজনে শিক্ষার্থীরা লাইন-ফলোয়িং রোবট থেকে শুরু করে টিম এটলাসের তৈরি রোবট প্রজেক্ট দেখার সুযোগ পান। শুধু তাই নয়, মাইক্রোকন্ট্রোলার ও সেন্সর নিয়ে হাতে-কলমে শেখার সুযোগ পেয়েছেন তারা। অংশগ্রহণকারীদের তৈরি রোবট দিয়ে ফুটবল ম্যাচের আয়োজনও করা হয়েছিল। এ সময় ক্যাম্পাসজুড়ে আনন্দের একটি আবহ তৈরি হয়েছিল।

ওয়ার্কশপ সম্পন্ন করা শিক্ষার্থীরাদের সার্টিফিকেট দেওয়া হয়। এই সার্টিফিকেট ভবিষ্যতে এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে তাদের উৎসাহিত করবে। পাশাপাশি নতুন বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত হওয়ার জন্য আরও উৎসাহী করে তুলবে। সংবাদ বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ